২০১৬ সালে বেঙ্গালুরু ক্রিকেট ক্লাবের হয়ে ফ্র্যাঙ্ক অ্যান্থনি পাবলিক স্কুলের হয়ে সামিত সেদিন সেঞ্চুরি হাঁকান। মাত্র ৩০ ওভারের ম্যাচে ২৪৬ রানে সেই ম্যাচ জেতে সামিতের দল।
গত বছর বাবার জন্মদিনে দ্রাবিড় পুত্র করেছিলেন ১৫০ রান। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের 'বিটিআর কাপ অনূর্ধ্ব-১৪' টুর্নামেন্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছেন সামিত। তার ১৫০ রানের ইনিংস মালায় আদিতি ইন্টারন্যাশনাল স্কুলকে এনে দেয় ৪১২ রানের বিশাল জয়।
এবার সামিত গড়েছেন আরও এক কীর্তি। বেঙ্গালুরুতে কর্নাটক স্ট্রেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ ইন্টার-জোনাল টুর্নামেন্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি করেছেন। পরে বল হাতে ২৬ রান খরচায় তুলে নিয়েছেন তিন উইকেট। আর দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ৯৪ রান। সময় না থাকায় ম্যাচটি ড্র হয়। তার আগে বাবার যোগ্য উত্তরসূরি হওয়ার পথে জানান দিয়ে রেখেছেন।
ধারওয়াড জোনের বিপক্ষে ভাইস-প্রেসিডেন্টের হয়ে ২০১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রাহুল পুত্র৷ ২৫৬ বলের ইনিংসে ২২টি বাউন্ডারি মারেন ১৪ বছরের সমিত৷ ম্যাচে ব্যাট হাতে ২৯৫ রান করার পাশাপাশি ২৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয় সমিত৷
দেশের হয়ে ১৬৪টি টেস্ট খেলা দ্রাবিড় এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনের দায়িত্বে রয়েছেন৷
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এমআরপি