ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শুরুর আগেই ছিটকে গেলেন ব্রাউন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
শুরুর আগেই ছিটকে গেলেন ব্রাউন প্যাট ব্রাউন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে গেছেন ইংলিশ পেসার প্যাট ব্রাউন। সোমবার (০৬ জানুয়ারি) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে অনুশীলনের সময় পিঠের নিচে চোট পেয়েছেন ২১ বছর বয়সী এই তারকা। 

প্রোটিয়াদের বিপক্ষে ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল ব্রাউনের। তার পরিবর্তে কে ইংলিশ দলে জায়গা নিচ্ছেন তা দ্রুত ঘোষণা করা হবে জানিয়েছে ইংল্যান্ড দলের নির্বাচকরা।

 

ইংলিশদের হয়ে ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও এখন পযর্ন্ত ওয়ানডে ও টেস্টে অভিষেক হয়নি ব্রাউনের।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।