ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সফরে যাবে বাংলাদেশ নারী দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সফরে যাবে বাংলাদেশ নারী দল বাংলাদেশ নারী ক্রিকেট দল: ছবি-সংগৃহীত

২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ নারী দল তাদের মিশন শুরু করবে ২৪ ফেব্রুয়ারি থেকে। যেখানে প্রথম ম্যাচে সালমা খাতুনদের প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগ্রেসরা। চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 
 

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সুত্র মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

১২ জানুয়ারি শেষ হবে বাংলাদেশ নারী দলের ক্যাম্প।

এই ক্যাম্প শেষ করেই ১৪ বা ১৫ জানুয়ারি সালমা খাতুনরা ভারত সফরে যাবে। সেখানে স্বাগতিক ভারত ও আরেক সফরকারী থাইল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে  ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারত।  

২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর ২ মার্চ  গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ০৭,২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।