ভারতের সাবেক কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসির এই কমিটি এক টেলি-কনফারেন্স সভায় বসেন। যেখানে আরও প্রস্তাব দেয়া হয়, আন্তর্জাতিক ম্যাচে দু’জন করে স্থানীয় আম্পায়ার রাখার।
এর আগে গত মাসে আইসিসি এ বিষয়ে আতঙ্ক প্রকাশ করে। যদিও ক্যারিবীয় গ্রেট মাইকেল হোল্ডিং থেকে শুরু করে পাকিস্তান লিজেন্ড ওয়াকার ইউনিস এমন বিষয় সমর্থন করেননি। তাদের মতে বল শাইন না করলে, পেসাররা সুইং পাবে না। ব্যাটসম্যান ও বোলারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।
পরে এক বিবৃতিতে কুম্বলে জানান, এ সময় আমাদের একরকম যুদ্ধ করতে হচ্ছে। আর আইসিসির ক্রিকেট কমিটি এমন কিছু প্রস্তাব দিয়েছে যা ক্রিকেট খেলার পাশাপাশি অন্যদিকগুলোও বিবেচনা করা যয়। আইসিসির মেডিকেল অ্যাডভাইসরি কমিটির প্রধান ডা. পিটার হারবার্টের সঙ্গে আলোচনা করে জেনেছি, থুতুর ব্যবহারে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুব বেশি। ফলে এই কমিটির প্রস্তাবে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তবে ঘামের ব্যবহারে কোনো সমস্যা নেই। কারণ, ঘাম থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুবই কম। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ’
এখন এটাই দেখার বিষয় ক্রিকেট কমিটির এই পরামর্শগুলো আইসিসি কিভাবে গ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মে ১৯, ২০২০
এমএমএস