সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই প্রথম টেস্ট খেলবে না রুট। রুট ও তার স্ত্রীর ঘরে দ্বিতীয় সন্তান আসছে।
রুট বলেন, ‘আমি মনে করি স্টোকস যদি অধিনায়কত্ব করতো তবে সে অসাধারণ অধিনায়ক হতো। সহ-অধিনায়ক হিসেবে এবং অধিনায়ক হিসেবে তার গুণাবলিগুলো উদাহরণ হিসেবে বিবেচনা করা যাবে, সে সেটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে। সে ট্রেনিং করে কঠোর ভাবে, ম্যাচের কঠিন পরিস্থিতির সময় বোলিং করতে চায় এবং পরিস্থিতি বুঝে ব্যাট করে, সেটা আসলেই অধিনায়ক হিসেবে অসাধারণ হবে। সে তার সতীর্থের সঙ্গে ভালোভাবে মিশে তাদের কাছ থেকে সেরাটা বের করে নিয়ে আসতে পারে যেটা একজন অধিনায়কের বড় গুণ। আমি মনে করি সে যদি অধিনায়কত্বের দায়িত্ব নেয় অবশ্যই ভালো করবে। ’
আগামী ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ওল্ড ট্রাফোর্ডে যথাক্রমে ১৬ এবং ২৪ জুলাই। তবে সব গুলো ম্যাচই হবে ক্লোজ ডোর বা দর্শকশূন্য স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ০৩, ২০২০
আরএআর/এমএমএস