ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুন ১৯, ২০২০
চলে গেলেন সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা রামচাঁদ গোয়ালা

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রামচাঁদ গোয়ালা। শুক্রবার (১৯ জুন) ভোরে ময়মনসিংহে নিজ বাসভূমে ৭৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকার ক্রিকেটের কিংবদন্তিতুল্য এ ক্রিকেটার।

০৯ জুন হৃদক্রিয়া জনিত সমস্যার কারণে রামচাঁদ গোয়ালাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থবোধ করায় হাসপাতাল ত্যাগ করেন তিনি।

কিন্তু বাড়ি আসার দু’দিন পরে চিরঘুমে শায়িত হন সাবেক এ ক্রিকেটার।  

ক্রিকেটের জন্য অঙ্গীকারবদ্ধ রামচাঁদ অবিবাহিত ছিলেন। ১৯৪০ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা এই সাবেক ক্রিকেটার ৫৩ বছর বয়স পযর্ন্ত ক্রিকেট খেলেছেন।

সাবেক এই বাঁহাতি স্পিনার এবং বাঁহাতি ব্যাটসম্যান তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ময়মনসিংহের পন্ডিতপাড়া ক্লাবের হয়ে। পরে ঢাকার ক্রিকেটে ২০ বছর দাপটের সঙ্গে খেলেছেন। ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পযর্ন্ত টানা ১২ বছর আবাহনী ক্রীড়া চক্রের হয়ে নিয়মিত খেলেছেন রামচাঁদ।  

সফরকারী ভারতের হায়দ্রাবাদের বিপক্ষে জাতীয় দলে খেলেছেন তিনি। তবে এরপর আর কোনো প্রতিনিধি দলের সঙ্গে খেলতে দেখা যায়নি রামচাঁদকে।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুন ১৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।