রোববার (২১ জুন) বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের উপ-পরিচালক ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়।
দেবব্রত পাল বলেন, ‘ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর এটিএম আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। ক্যাম্পাসের ১৬০ ক্ষুদে দোকানিকে ১৫ দিনের খাবার দিয়েছেন মুশফিক। ’
করোনায় ক্ষতিগ্রস্থদের প্রতি শুরু থেকেই মুশফিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সাহায্যের জন্য টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে বিক্রি করে দেন তিনি। যেটা ১৭ লাখ টাকায় কিনে নেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সেই অর্থ থেকেই নিজ এলাকা বগুড়ায় করোনার নমুনা সংগ্রহের দু’টি সেফটি বুথ এবং চিকিৎসকদের জন্য একটি সেফটি চেম্বার স্থাপন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২১, ২০২০
আরএআর/ইউবি