অনুশীলনে ক্রিকেটাররা (ফাইল ফটো)
করোনা ভাইরাসের কারণে প্রায় চার মাসের মতো দেশের ক্রিকেট স্থগিত। চাইলেও মাঠে নামতে পারছেন না ক্রিকেটাররা। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আরও সময় প্রয়োজন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি মাস থেকেই ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর ইঙ্গিত দিয়েছে।
সোমবার (০৬ জুলাই) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমে এমন ইঙ্গিত দিয়েছেন। কয়েক দিন আগে বিসিবি জানিয়েছে যে, অনুশীলনের জন্য দেশের প্রধান স্টেডিয়ামগুলো পুরোপুরি প্রস্তত রয়েছে।
এছাড়া মেডিক্যাল বিভাগও সবধরনের পরিকল্পনা করে রেখেছে।
আকরাম খান বলেন, ‘করোনা পরিস্থিতি একটু ভালো হলেই আমরা ক্রিকেট ফিরিয়ে আনবো। আমরা আরও দশ পনেরো দিন দেখব। দেখেই ঈদের আগে হয়তো কিছুদিন অনুশীলন করে ঈদের পরে জোরেশোরে নেমে পড়ব। ’
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
আরএআর/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।