ঢাকা, বৃহস্পতিবার, ৩ শ্রাবণ ১৪৩১, ১৮ জুলাই ২০২৪, ১১ মহররম ১৪৪৬

ক্রিকেট

অবশেষে অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন ইফতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
অবশেষে অনুশীলন ক্যাম্পে যোগ দিচ্ছেন ইফতি ছবি: সংগৃহীত

গত ১৮ আগস্ট অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষার দ্বিতীয় ধাপে করোনা পজিটিভ হন ইফতেখার হোসেন ইফতি। এর দুইদিন পর আবারও করোনা পরীক্ষা করানো হলে ফল আসে নেগেটিভ।

আসলেই করোনা আক্রান্ত কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য সোমবার (২৪ আগস্ট) আবার ইফতির করোনা পরীক্ষা করানো হয়। এবারও তার ফলাফল নেগেটিভ আসে। তাই চলমান অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে যোগ দিতে ইফতির আর কোনো বাধা থাকলো না।

মঙ্গলবার (২৫ আগস্ট) ইফতির করোনার ফলাফল হাতে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। বিসিবি'র ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এএম কায়সার জানিয়েছেন, দুই-একদিন তাকে সতর্কতার জন্য পর্যবেক্ষণে রেখেই ক্যাম্পের জন্য পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত তিন ধাপের করোনা পরীক্ষায় বাকি সবার করোনা নেগেটিভ আসায় ক্যাম্পে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। ২৩ আগস্ট থেকে বিকেএসপিতে শুরু হয়েছে ক্যাম্প, শেষ হবে ১৮ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।