করোনা বিরতির পর শুরু হওয়া ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে এবার যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে চতুর্থ ধাপের অনুশীলনের মাঝপথে অনুশীলনে যোগ দিলেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) মিরপুরে প্রথমবারের মতো অনুশীলন করেন সাইফ। সূচি অনুযায়ী দুপুর দেড়টার দিকে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেই আগে জিমে ৪৫ মিনিটের মতো সময় পার করেন তিনি। এরপর বিশ্রাম নিয়ে ইনডোরে ঘণ্টাখানেকের মতো ব্যাটিং অনুশীলন করেন।
এদিকে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন লিটন দাস। এছাড়া তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ও ইমরুল কায়েস সূচি অনুযায়ী অনুশীল করেছেন।
বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন, মেহেদি হাসান রানা ও তাইজুল ইসলাম এদিন অনুশীলন করেছেন।
তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফর করতে পারে টাইগাররা। সেখানে প্রায় এক মাস অবস্থান করে অক্টোবরের ২৪ তারিখে প্রথম টেস্ট মাঠে গড়াতে পারে। তবে পুরো সিরিজের দিন-তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। তবে সিরিজকে সামনে রেখে টাইগারদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
আরএআর/এমএইচএম