ঢাকা, বৃহস্পতিবার, ৩ শ্রাবণ ১৪৩১, ১৮ জুলাই ২০২৪, ১১ মহররম ১৪৪৬

ক্রিকেট

সিপিএলে ইতিহাস গড়লেন ৪৮ বছরের ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
সিপিএলে ইতিহাস গড়লেন ৪৮ বছরের ভারতীয় ক্রিকেটার প্রবীণ তাম্বে

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে নেমে ইতিহাস গড়েছেন লেগ-স্পিনার প্রবীণ তাম্বে। কেবল তাই নয়, বুধবার (২৬ আগস্ট) সেন্ট লুসিয়া জুক্সের বিপক্ষে মাঠে নামার সময় ত্রিনবাগো নাইট রাইডার্স তারকার বয়স ছিল ৪৮ বছর ৩২২ দিন।

 

ডার্ক লুইস পদ্ধতিতে ম্যাচটি জিতেছে ত্রিনবাগো। তবে বল হাতে উল্লেখযোগ্য তেমন কিছুই করে দেখাতে পারেননি তাম্বে। ১ ওভার বল করে ১৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।  

তাম্বের আগে ভারতে জন্ম নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে সিপিএল খেলেছিলেন ৩২ বছর বয়সী সানি সোহেল। ভারত অনূর্ধ্ব-১৯ দলের সাবেক তারকা ২০১৮ সালে খেলেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। এর আগে সানি আইপিএল প্রতিনিধিত্ব করেন কিংস ইলেভেন পাঞ্জাব এবং ডেকান চার্জার্সের।  

কিন্তু সিপিএলে খেলা প্রথম ভারতীয় নন তিনি। বার্বাডোজে নাম লেখানোর আগে সানি জাতীয় দল হিসেবে বেছে নেন যুক্তরাষ্ট্রকে।  

নিজের ক্যারিয়ারে এর আগেও তাম্বে আলোচনায় ওঠে এসেছিলেন বয়সী ক্রিকেটার হিসেবে মাঠে নেমে। ২০১৩-১৫ মৌসুম পযর্ন্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। ৪১ বছর বয়সে আইপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়েন তাম্বে।  

২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। একই বছর তিনি জায়গা পান মুম্বাইয়ের রঞ্জি দলেও। অবশ্য তাম্বেকে সিপিএল খেলার জন্য ভারতের ক্রিকেটকে বিদায় জানাতে হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, অবসরের আগ পযর্ন্ত কোনো ক্রিকেটার নিজ দেশের বাইরের লিগে খেলতে পারে না।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।