ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রেসিডেন্টস কাপের আর্থিক পুরস্কার ৩৬ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
প্রেসিডেন্টস কাপের আর্থিক পুরস্কার ৩৬ লাখ টাকা

করোনার কারণে দীর্ঘ দিন বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছে। তবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরও অপেক্ষা করতে হবে।

কিন্তু রোববার (১১ অক্টোবর) তামিম, মুশিফকরা মাঠে ফিরছেন।

বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে মাঠে নামবেন তারা। এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ধরা হয়েছে ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।

বিষয়টি গণমাধম্যে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী  সুজন। এই পুরো টুর্নামেন্টের কোনো পৃষ্ঠপোষক না থাকলেও চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য রয়েছে প্রাইজমানি। এছাড়াও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারির জন্য রয়েছে প্রাইজমানি।

বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'এটা যেহেতু আমাদের পরীক্ষামূলক সিরিজ, আসল প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজের মতো হবে না। একেবারে প্রস্তুতি ম্যাচের মতো যেন না হয় তাই এটিকে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আমাদের কিছু উদ্যোগ থাকছে। আমরা খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করতে চাই। ’

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা আর রানার্সআপ দল পাবে ৭ লাখ টাকা। এছাড়া ফাইনাল ম্যাচ ছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় পাবে ৫০ হাজার টাকা। ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার পাবেন ১ লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ২ লাখ টাকা, আর টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যন, বোলার ও ফিল্ডার ১ লাখ করে টাকা পাবেন। এছাড়া প্রতি ম্যাচের সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার ২৫ হাজার করে টাকা পাবেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।