ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

১৯৬ রানেই গুটিয়ে গেল মাহমুদউল্লাহ একাদশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
১৯৬ রানেই গুটিয়ে গেল মাহমুদউল্লাহ একাদশ ছবি: শোয়েব মিথুন

বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাজমুল একাদশকে ১৯৭ রানের টার্গেট ছুড়ে দিয়েছে মাহমুদউল্লাহ একাদশ। দলের ব্যাটিং ব্যর্থতার মাঝেও অধিনায়ক মাহমুদউল্লাহ নিজে টুর্নামেন্টের প্রথম ফিফটি তুলে নিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে মাহমুদউল্লাহ একাদশ। ভালো সূচনার আভাস দেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। তবে ৩ ওভারে ১৭ রান তুলতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টির থামার পর আবার খেলা শুরু হলে ব্যক্তিগত ৭ রানে রান আউট হয়ে ফেরত যান নাঈম শেখ। এরপর দলীয় ২১ রানে লিটনের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। মুমিনুল হক শূন্য রানে আল-আমিন হোসেনের বলে আউট হলে ২১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মাহমুদউল্লাহ একাদশ।  

চতুর্থ উইকেট জুটিতে শুরুর চাপ সামাল দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। পঞ্চাশ রানের জুটি গড়েন তারা। ইমরুল ৪১ রান করে নাঈম হাসানের বলে প্যাভিলিয়নে ফেরত গেলে ভাঙে ৭৩ রানের জুটি।

এরপর দলীয় ১২৬ রানে নুরুল হাসান সোহান ১৪ রান করে রান আউটের শিকার হন। তবে একপাশ আগলে রেখে খেলতে থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তুলে নেন সিরিজের প্রথম ফিফটি। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আউট হওয়ার আগে ৮২ বলে ৫১ রান করেছেন তিনি। পরে ২২ রান করা সাব্বির রহমানও মুগ্ধর শিকারে পরিণত হন।

এরপর আর কোনো ব্যাটসম্যান বড় রানের দেখা না পেলে ৪৭.২ ওভারে ১৯৬ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ একাদশ।  

নাজমুল একাদশের তাসকিন আহমেদ, আল-আমিন ও মুগ্ধ ২টি এবং নাঈম হাসান ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।