ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

করোনার দীর্ঘ বিরতি শেষে ফিরলেন গামিনি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
করোনার দীর্ঘ বিরতি শেষে ফিরলেন গামিনি

করোনা ভাইরাসের দীর্ঘ বিরতির পর দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। করোনার সময় দেশের ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার পর গত মার্চে নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরে যান গামিনি।

বুধবার (১১ নভেম্বর) ভোরে দেশে ফিরেছেন তিনি।

বুধবার গামিনির ফেরার কথা বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন।

করোনার দীর্ঘ বিরতির পর গেল মাসে বিসিসি প্রেসিডেন্টস কাপ দিয়ে আবার প্রতিযোগিতামূলক ম্যাচ মাঠে গড়ায়। পুরো টুর্মামেন্টটি গামিনিকে ছাড়াই চালাতে হয়েছে। পরে চট্টগ্রাম থেকে কিউরেটর প্রভিন হিঙ্গানিকারকে উড়িয়ে আনা হয় টুর্নামেন্টের জন্য।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।