ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন মাস পেছাল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
তিন মাস পেছাল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছবি: সংগৃহীত

আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসবে এই বৈশ্বিক আসর।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি আরও জানিয়েছে, ২০২২ সালে নারীদের মেজর টুর্নামেন্টের মধ্যে শুধু ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস আয়োজিত হবে। নিউজিল্যান্ডে বসবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের আসর আর কমনওয়েলথ গেমসের আয়োজক ইংল্যান্ড।

আগের সূচি অনুযায়ী, ২০২২ সালের নভেম্বরে বসার কথা ছিল পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু করোনা মহামারির কারণে তা ২০২২ সালের নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এবার আরও তিন মাস পিছিয়ে তা পরের বছরের ফেব্রুয়ারিতে হবে। ২০২৩ সালে নারী ক্রিকেটের কোনো মেজর টুর্নামেন্ট না থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।