ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নতুন নিয়ম আনল আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, নভেম্বর ২১, ২০২০
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নতুন নিয়ম আনল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখন থেকে দেশের হয়ে নামতে গেলে সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে খেলোয়াড়ের।

 

তবে কোনো দেশ ১৫ বছরের কম বয়সী কাউকে খেলাতে চাইলে আইসিসি-র কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আন্তর্জাতিক ক্রিকেটের সব বিভাগেই সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর ফলে ছেলেদের ক্রিকেটের সঙ্গে মেয়েদের ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও খেলতে হলে ক্রিকেটারের বয়স কমপক্ষে ১৫ বছর হতে হবে। তার চেয়ে কম বয়সের কাউকে খেলাতে হলে আইসিসি-কে জানাতে হবে। সেই খেলোয়াড়ের অভিজ্ঞতা, মানসিক অবস্থা দেখে তবেই সিদ্ধান্ত নেবে আইসিসি।

এর আগে মাত্র ১৪ বছর ২২৭ দিনে পাকিস্তানের জার্সিতে অভিষিক্ত হয়ে হইচই ফেলে দিয়েছিলেন হাসান রাজা। এতদিন তিনিই ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের অভিষিক্ত হওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার। তবে সেই দিন এখন অতীত।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।