ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন মুমিনুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন মুমিনুল

আঙুলের সফল অস্ত্রোপচার শেষে দুবাই থেকে দেশে ফিরেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। রোববার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মুমিনুল।

 

বিমানবন্দরে পৌঁছেই নিজের বাসায় চলে যান মুমিনুল। চার সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাকে। তাই আগামী বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে মাঠে ফেরার কথা রয়েছে মুমিনুলের।  

আগামী জানুয়ারিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজ এখনো সফর চূড়ান্ত করেনি। সিরিজের আগেই মুমিনুল সুস্থ হবেন বলে আশা করা হচ্ছে।

গত ২৮ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামে টপ-অর্ডার ব্যাটসম্যান মুমিনুল। ইনজুরি গুরুতর হওয়ায় দেশের বাইরে আঙুলে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর গত ৮ ডিসেম্বর চিকিৎসার জন্য দুবাই যান টেস্ট অধিনায়ক।

দুবাই পৌঁছানোর পরদিনই মুমিনুলের আঙুলে অস্ত্রোপচার করা হয়। দুবাইতে কোয়ারেন্টিন নিয়ে কোনো ঝামেলা না থাকার কারণে অস্ত্রোপচার শেষ দ্রুত দেশে ফিরে আসতে পেরেছেন মুমিনুল।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।