ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার-অ্যাবট

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার-অ্যাবট ডেভিড ওয়ার্নার

চোটের কারণে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার ও শন অ্যাবট। এই দুই অস্ট্রেলিয়ান তারকাকে পুনরায় দেখা যাবে তৃতীয় টেস্টে।

 

টিম ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে পাওয়া চোট থেকে এখনও সেরে ওঠেননি ওয়ার্নার। অন্যদিকে অ্যাবট পায়ের মাংসপেশীতে চোট পান অস্ট্রেলিয়া এ দলের হয়ে ভারতের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে।  

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, ‘ওয়ার্নার এবং অ্যাবট দলের বাইরে সিডনিতে জৈব-নিরাপত্তা বলয়ের মধ্যে আছেন চোট থেকে সুস্থ হয়ে ওঠার জন্য। যেখানে মিনিস্ট্রি অব হেলথের দেওয়া আউটলাইন অনুসারে নির্দিষ্ট ‘হটস্পটে’ আছেন দলের বাকিরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার জৈব-নিরাপত্তা প্রটোকল তাদেরকে (ওয়ার্নার-অ্যাবট) অনুমতি দেয়নি বক্সিং যে টেস্টের জন্য স্কোয়াডে যোগ দিতে। এই দুই তারকা সিডনি থেকে পরে মেলবোর্ন যাবেন তাদের পুর্নবাসনের জন্য। ’ 

অস্ট্রেলিয়া-ভারতের চার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।