ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে ব্যাটিং কোচ পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
অবশেষে ব্যাটিং কোচ পাচ্ছে বাংলাদেশ জন লুইস

ডারহামের সাবেক ওপেনিং ব্যাটসম্যান জন লুইসকে দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ।  

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।

 

ক্রিকবাজ জানাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ঘরোয়া সিরিজকে সামনে রেখে ০৭ জানুয়ারি ঢাকায় পৌঁছাতে পারেন লুইস। সূচি অনুযায়ী ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্ট এবং তিন ওয়ানডে সিরিজের জন্য টাইগাররা তাদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে ১০ জানুয়ারি থেকে।  

ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি পদত্যাগ করার পর শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শূন্য পদে ব্যাটিং পরামর্শক হিসেবে ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ। তবে পরিবারের এক সদস্যের মৃত্যুর কারণে ম্যাকমিলান আর টাইগারদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব গ্রহণ করেননি। অবশ্য লঙ্কানদের বিপক্ষে সেই সফর বাতিল হয়ে গিয়েছিল।

২০১৩ সালে প্রধান কোচ জিওফ কুক হার্ট অ্যাটাক করলে কাউন্টি ক্রিকেট ক্লাব ডারহামের দ্বিতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান লুইস। তার অধীনে নিজেদের তৃতীয় কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতে ডারহাম। এরপর একই বছরের ডিসেম্বরে ক্লাবটির প্রথম দলের কোচ হিসেবে নিয়োগ পান তিনি।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।