ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন নম্বরে ব্যাট করবেন না সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
তিন নম্বরে ব্যাট করবেন না সাকিব ডমিঙ্গোর সঙ্গে কথা বলছেন সাকিব। ছবি: শোয়েব মিথুন

বিশ্বকাপে তিন নম্বরে খেলেই বিশ্ব মাতিয়েছিলেন সাকিব আল হাসান। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার প্রিয় ব্যাটিং পজিশনে আর খেলা হচ্ছে না দেশ সেরা অলরাউন্ডারের।

এই পজিশনে তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে সুযোগ দিতে চান জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

সোমবার (১৮ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান জাতীয় দলের হেড কোচ। সাকিবকে মিডল অর্ডারেই খেলতে হচ্ছে। মিডল অর্ডারে শক্তি বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

ডমিঙ্গো বলেন, ‘অবশ্যই শান্ত খুব ভালো ছন্দে আছে। সাকিবের ফেরাটা দারুণ একটা ব্যাপার। তিন নম্বরে ওর অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কেটেছিল। এই মুহূর্তে আমি চার-পাঁচ-ছয়ে সাকিব-মুশফিক-রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কথা ভাবছি। এতে আমাদের মিডল অর্ডার হবে পরিণত এবং অভিজ্ঞতায় পূর্ণ। আমরা জানি, উপমহাদেশে মিডল অর্ডার খুব গুরুত্বপূর্ণ। ‘

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।