ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মিরাজের জোড়া আঘাতের পর, সাকিবের শিকার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, জানুয়ারি ২২, ২০২১
মিরাজের জোড়া আঘাতের পর, সাকিবের শিকার ছবি: শোয়েব মিথুন

মোস্তাফিজুর রহমান পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। সেট ব্যাটসম্যান ওপেনার কিয়র্ন ওটলেকে (২৪) অধিনায়ক তামিম ইকবালের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন তিনি।

 

এরপর মেহেদী সরাসরি বোল্ড করেন উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (৫)। আর নিজের প্রথম ওভার করতে এসেই শেষ বলে আন্দ্রে ম্যাকার্টিকে (৩) বোল্ড করেন সাকিব আল হাসান।  

এর আগে শুরুতেই ওপেনার সুনীল আমব্রিসকে (৬) মিরাজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মোস্তাফিজ। নিজের তৃতীয় ওভার করতে এসে শেষ বলে ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন তিনি।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে উইন্ডিজ। ব্যাটিংয়ে আছেন অধিরনায়ক জেসন মোহাম্মদ (০)।  

শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং বেছে নেয় ক্যারিবিয়ানরা। প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে টাইগাররা।  

এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয় ওটলের। বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে উইন্ডিজ। চেমার হোল্ডারের পরিবর্তে দলে জায়গা পান ওপেনার ওটলে।  

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।