ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হোয়াইটওয়াশের টার্গেটে মাঠে নামবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
হোয়াইটওয়াশের টার্গেটে মাঠে নামবে টাইগাররা

শেষ ম্যাচে জিতে এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতেই মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে সম্মান বাঁচাতে জয়ের কোনো বিকল্প দেখছে না উইন্ডিজরা।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার (২৫ জানুয়ারি) মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ১২২ রানের পর দ্বিতীয়টিতে ১৪৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গী হয় যথাক্রমে ৬ ও ৭ উইকেটের হার। তবে যেহেতু এটি বিশ্বকাপের সুপার লিগের ম্যাচ তাই স্বাগতিকরাও চাইছে জয়। আগের দুই ম্যাচ জিতে ২০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচেও মূল্যবান ১০ পয়েন্ট চান অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (২৪ জানুয়ারি) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা অবশ্যই বিপজ্জনক দল ও যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। আমাদের ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। আশা করছি আমরা তা করতে পারবো। ’

তিনি আরও বলেন বলেন, ‘আগামীকালের ম্যাচ গুরুত্বপূর্ণ। ম্যাচকে ঘিরে আমাদের পরিকল্পনাও রয়েছে। তেমন একটা পরিবর্তন আসবে না দলে। তবে যারা আসবে, আমি নিশ্চিত তারাও ম্যাচ জেতাতে পারে। সবাই মাঠে নেমে ভালো করতে চায়। আশা করি, এই ধারাবাহিকতা চলতে থাকবে। ’

এদিকে জয় ছাড়া অন্য কিছুই চিন্তা করছে না সফরকারীরা। এনিয়ে দলটির কোচ ফিল সিমন্স বলেন, ‘আমরা এখানে এসেছিলাম ৩০ পয়েন্টের জন্য। এখনও এই সিরিজ থেকে ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে আমাদের। সবচেয়ে বড় ব্যাপার হলো উন্নতি করা। ১২২ রানের পর আমরা ১৪৮ করেছি। কিন্তু আমাদের ২৩০-২৫০ রান করতে হবে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বোলারদের লড়াই করার জন্য তো কিছু দিতে হবে...অবশ্যই ১০ পয়েন্ট চূড়ান্ত লক্ষ্য। ’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: কেজর্ন ওটলি, সুনীল অ্যামব্রিস, জোশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), আন্দ্রে ম্যাকার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ারস, রোভম্যান পাওয়েল, এনক্রমাহ বোনার, রেমন রেইফার, আলজারি জোসেফ,আকিল হোসেইন

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এমএমএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।