ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

ক্রিকেট

কর্নওয়ালের ঘূর্ণির পর বোনারের ব্যাটে বড় লিডের পথে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
কর্নওয়ালের ঘূর্ণির পর বোনারের ব্যাটে বড় লিডের পথে উইন্ডিজ

জন ক্যাম্পবেল ও এনক্রুমাহ বোনারের ব্যাটে ভর করে বিসিবি একাদশের বিপক্ষে ২৭৬ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ক্যারিবিয়ানরা।

 

উইন্ডিজ প্রথম ইনিংসে করে ২৫৭ রান। বিসিবি একাদশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৬০ রানে। ৯৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা।  

শুরুতেই খালেদ আহমেদ এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওপেনার শেন মোসলেকে (০) ফেরালেও বোনারকে সঙ্গে নিয়ে ১২৯ রানের বড় জুটি গড়েন আরেক ওপেনার ক্যাম্পবেল। তাদের এই জুটি ভাঙেন সাইফ হাসান। ৯৮ বলে ৯ চারে ৬৮ রানে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল।  

এরপর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয় বিসিবি একাদশ। নিজের দ্বিতীয় শিকার হিসেবে জার্মেইন ব্ল্যাকউডকে (৪) তুলে নেন সাইফ। কাইল মায়ার্সকে (৮) বেশিক্ষণ টিকে থাকতে দেননি তৌহিদ হৃদয়। কেভাম হজকে (১৯) বোল্ড করেন মুকিদুল ইসলাম।  

তবে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ফিফটি করে দলকে বড় লিডের পথে নিয়ে যান বোনার। উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (০) নিয়ে তৃতীয় ও শেষদিন শুরু করবেন তিনি। বোনারের ১৩১ বলে ৮০ রানের ইনিংসটি সাজানো ছিল ১২ চারে।  

এর আগে দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিসিবি একাদশ। আগের দিন রিশাদ হোসেনের স্পিনে কাবু উইন্ডিজ অল্পতেই গুটিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় দিন ১৪০ কেজি ওজনের রাকিন কর্নওয়ালের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিসিবি একাদশের ব্যাটিং লাইন-আপ।

শনিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতিমূলক ম্যাচের দ্বিতীয় দিনের অর্ধেক বেলা পার হতেই ১৬০ রানে গুটিয়ে যায় বিসিবি একাদশ। অথচ লাঞ্চের আগে ৪ উইকেটে বিসিবি একাদশের সংগ্রহ ছিল ১১৫ রান।  

আগেরদিন ভালো শুরুর সম্ভাবনা জাগানো সাইফ হাসান এদিন শুরুতেই ক্যারিবীয় পেসার কেমার রোচের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। এরপর অবশ্য সাদমান ইসলামের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ নাঈম। কিন্তু ওয়ানডে স্টাইলে ৪৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে কর্নওয়ালের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

নাঈমের পর টেস্ট সিরিজে ডাক পাওয়ার অপেক্ষায় থাকা সাদমানও বেশিক্ষণ টিকতে পারেননি। আলঝারি জোসেপের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে করেন ২২ রান। এর পরের ওভারে কর্নওয়ালের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন ইয়াসির আলী (১)। ৪ উইকেটে ১১৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া বিসিবি একাদশ এরপর মাত্র ৪৫ রান যোগ করতেই হারায় বাকি ৬ উইকেট। অধিনায়ক-উইকেটরক্ষক নুরুল হাসানের ব্যাট থেকে আসে ৩০ রান।

বল হাতে ৪৭ রান খরচে ৫ উইকেট নিয়েছেন কর্নওয়াল। জোম্যান ওয়ারিক্যানের ঝুলিতে গেছে ৩ উইকেট।

আগের দিন উইন্ডিজকে ২৫৭ রানে অলআউট করেছিল বিসিবি একাদশ। বল হাতে একাই ৫ উইকেট নিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩ উইকেট নিয়ে অবস্থান জানান দিয়েছিলেন পেসার খালেদ আহমেদ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৪ রান নিয়ে দিন শেষ করেছিল বিসিবি একাদশ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।