শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচ মিকি আর্থার ও ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে প্রাথমিক দলের পিসিআর টেস্টে তারা কোভিড-১৯ পজিটিভ হন।
ফলে আগামী ২০ ফেব্রুয়ারি সফরের সূচি থাকলেও দলের পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হবে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি)।
এ ব্যাপারে এসএলসির এক বিবৃতিতে বলা হয়, ৩৬ সদস্যের দলের গতকাল (০২ ফেব্রুয়ারি) পিসিআর টেস্ট করা হয়। যেখানে আরও ছিল কোচিং স্টাফ, নেট বোলার ও এইচপিসি স্টাফ। তবে এদের মধ্যে মিকি আর্থার ও লাহিরু থিরিমান্নের করোনা ধরা পড়ে।
গত ২৮ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করে এই দলটি। সফরের জন্য তিনটি ভিন্ন গ্রুপে যাওয়ার কথা ছিল। তবে সূচিতে বদল আসতে পারে। পরিস্থিতি বিবেচনা করে এসএলসি নতুন সূচির চিন্তা করছে। যেটির মূলত সূচি শুরু হবে ২০ ফেব্রুয়ারি।
এর আগে গত মাসে উইন্ডিজ সফরকে মাথায় রেখে অনুশীলন গ্রুপের পেসার বিনুরা ফার্নান্দো ও পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নেরও করোনা পজিটিভ হয়।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমএমএস