ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ১০ উইকেটে হেরে টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে উঠার লড়াই থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। অন্যদিকে বিশাল এই জয়ের পর ফাইনালের স্বপ্ন উজ্জ্বল হলো ভারতের।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গোলাপি বলের টেস্টের দ্বিতীয় দিনেই জয় ছিনিয়ে নেওয়া ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে। আগামী জুনের ফাইনালে নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে কোহলিবাহিনী।
সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে হারাতে পারলে কিংবা কমপক্ষে ড্র করতে পারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে ভারত। তবে পরের ম্যাচে ইংল্যান্ড জিতে গেলে অস্ট্রেলিয়া যাবে ফাইনালে। তবে জিতলেও ইংল্যান্ডের পক্ষে ফাইনালে খেলা সম্ভব হবে না। কারণ আগেই ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে কিউইরা।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এমএইচএম
India’s stunning 10-wicket victory in the third Test has knocked England out of the race for the #WTC21 final.#INDvENG report ?https://t.co/Jxp30CsrWN
— ICC (@ICC) February 25, 2021