সব কিছু ঠিক থাকলে ১২ এপ্রিল দু'টি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ২০ মে ফিরতি সফরে ঢাকায় এসে তিন ম্যাচ সিরিজে ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
তবে, এ বছরের জুনে এশিয়া কাপ মাঠে গড়াবে কিনা এ ব্যাপারে পরিস্কার কিছু বলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গত বছরে শ্রীলঙ্কা সফর করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু, লঙ্কান ক্রিকেট বোর্ডের কোয়ারেন্টাইন নিয়ে নাটকীয়তা শেষে টাইগারদের আর যাওয়া হয়নি শ্রীলঙ্কায়। এবারে আইসিসির সূচি অনুযায়ী তাদের মাটিতে দু'টি টেস্ট খেলবে বাংলাদেশ। করোনার আতঙ্কে কলম্বোর একই ভেন্যু দুটি টেস্ট হবে। পরের মাসে ফিরতে সফরে তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় আসবে চান্ডিমাল ম্যাথুস মেন্ডিসরা। দুই বোর্ডের আলোচনার পরই এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত।
প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, সব কিছু ঠিক থাকলে ১২ এপ্রিল দুটি টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা যাবে। একই ভেন্যুতে দুটি টেস্ট হবার কথা রয়েছে। ফিরতি সফরে ২০ মে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে খেলতে আসবে লঙ্কানরা।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২১
এমএমএস