ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ক্রিকেট

শচীনের পর এবার করোনায় আক্রান্ত ইউসুফ পাঠান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
শচীনের পর এবার করোনায় আক্রান্ত ইউসুফ পাঠান

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারত জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠান। সামাজিক যোগাযোগ খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজে।

 

শনিবার (২৭ মার্চ) নিজের অফিসিয়াল টুইটার পেজে ৩৮ বছর বয়সী তারকা লেখেন, ‘হালকা উপসর্গ দেখা দেওয়ার পর কোভিড-১৯ পরীক্ষায় আজ পজিটিভ হয়েছি। আক্রান্ত হওয়ার পর থেকে, বাড়িতে কোয়ারেন্টিনে আছি এবং সবধরনের প্রয়োজনীয় সতর্কতা ও প্রয়োজনীয় ওষুধপত্র নিচ্ছি। আমার অনুরোধ, যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে নিজ থেকে দ্রুত পরীক্ষা করার। ’ 

ইউসুফ পাঠান সম্প্রতি রাইপুরে ভারত লিজেন্ডের হয়ে রোড সেফটি ক্রিকেট সিরিজের শিরোপা জিতেছেন।  

এই অলরাউন্ডারের আগে শনিবার করোনায় আক্রান্ত হন শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট কিংবদন্তিও ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে রাইপুরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।  

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।