ফুটবলের দেশ তুরস্ক যে ক্রিকেট খেলে, ক্রিকেটপ্রেমীদের প্রায় সবাই হয়তো বিষয়টা জানেই না। কিন্তু সত্যিটা হলো,তুরস্ক শুধু ক্রিকেট খেলেই না, কয়েকটি লজ্জার রেকর্ডও আছে তাদের।
অকল্যান্ডে সিরিজের তৃতীয় শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৭৬ রানে অল-আউট হয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রতি ইনিংসের দৈর্ঘ্য ১০ ওভারে নেমে আসার পর স্বাগতিক নিউজিল্যন্ড চার-ছক্কার বন্যায় ভাসিয়ে ১৪১ তুলে ফেলে। আর জবাবে ৯.৩ ওভার ব্যাট করেই সব উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আর তাতেই উঠে আসে তুরস্কের প্রসঙ্গ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে কম রানে অল-আউট হওয়ার রেকর্ড তুরস্কের দখলে। শুধু কি তাই, সবচেয়ে কম রানে অল -আউট হওয়ার প্রথম তিনটি রেকর্ডই তাদের দখলে। ২০১৯ সালের আগস্টে কন্টিনেন্টাল কাপের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে তারা ২৮ রানে অল-আউট হয়। পরের দিন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে এবং তৃতীয় দিন অস্ট্রিয়ার বিপক্ষে ৩২ রানে থামে তুরস্ক।
শুধু সবচেয়ে কম রানেই নয়, ১০ ওভারের নিচে সবচেয়ে বেশিবার অল-আউট হওয়ার রেকর্ডও তুরস্কের দখলে। আর এখানেই তাদের সমব্যথী বাংলাদেশ। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন কীর্তি আছে মাত্র তিনটি। এর মধ্যে তুরস্কের ২১ রানের ইনিংসটি শেষ হয়েছে ৮.৩ ওভারে আর ৩২ রানের ম্যাচে অল-আউট হয়েছে ৮.৫ ওভারে। আজ ইতিহাসের তৃতীয় কীর্তি গড়লো বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এমএইচএম