ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অধিনায়ক রাহুলের ব্যাটে কলকাতাকে হারাল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
অধিনায়ক রাহুলের ব্যাটে কলকাতাকে হারাল পাঞ্জাব

সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে, তেমন একটি ইনিংস খেলেই পাঞ্জাব কিংসকে জেতালেন লোকেশ রাহুল। তার অনন্যা ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে প্রীতি জিনতার দল।

শুক্রবার (০১ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ৪৫তম ম্যাচে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথমে ব্যাট করা কলকাতা নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ও ৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে পাঞ্জাব।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটাই দারুণ করে পাঞ্জাব। উদ্বোধনী জুটিতে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ৮.৫ ওভারে ৭০ রান তোলেন রাহুল। ঝড়ো ব্যাট করা আগারওয়াল বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে মাঠ ছাড়েন। তিনি ২৭ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন।

এরপর কয়েকটি উইকেটের পতন হলেও ক্রিজে অবিচল থাকেন রাহুল। শেষ হওয়া আউট হওয়ার আগে তিনি ৫৫ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৬৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। এছাড়া শেষদিকে শাহরুখ খানে মাত্র ৯ বলে ২২ রানের ইনিংস দলকে জেতাতে সাহায্য করে।

কলকাত বোলারদের মধ্যে বরুণ দুটি উইকেট পান। এছাড়া শিভাম মাভি, সুনিল নারাইন ও ভেঙ্কাটেশ আইয়ার একটি করে উইকেট দখল করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার আইয়ারের ফিফটির ওপর ভর করে ১৬৫ রানের সংগ্রহ পায় কলকাতা। এই ব্যাটার ৪৯ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৭ করেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে রাহুল ত্রিপাঠির ব্যাট থেকে।

পাঞ্জাব বোলারদের মধ্যে ৩টি উইকেট পান আরশদীপ সিং। রবি বিঞ্ণুই ২টি উইকেট দখল করেন।

১২ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে থেকে এখনও প্লে অফের আশা ভালোই টিকে রইল পাঞ্জাবের। সমান ম্যাাচে সমান পয়েন্ট নিয়ে চারে কলকাতা। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।