ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদি-হাসানদের থেকে বোলিং শিখতে চান তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আফ্রিদি-হাসানদের থেকে বোলিং শিখতে চান তাসকিন

বিশ্বকাপে এত ভরাডুবির মধ্যেও বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন পেসার তাসকিন আহমেদ। এবার পাকিস্তান সিরিজেও এ ধারা অব্যাহত রাখতে চান তিনি।

অবশ্য সফরকারী দেশের বোলাররা বিশ্বকাপে যে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে তা থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বলে জানিয়েছেন তাসকিন।  

বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় তাসকিন বলেন, 'জাতিগত ভাবেই পাকিস্তানে অনেক লেজেন্ডারি ফাস্ট বোলার আগে থেকেই আছে। তুলনামূলকভাবে আমরা এখানে অনেক পিছিয়ে। কিন্তু ইমপ্রুভ হচ্ছে। যেহেতু একসাথে সিরিজ খেলছি, যদি সুযোগ হয় ওদের সাথে কথা বলব। ওরা যদি কথা বলার সময় কিছু শেয়ার করে, সেটা আমাদের ফাস্ট বোলারদের কাজে লাগতেও পারে। ওদের আসলে সব ধরনের ফরম্যাটে সব ধরনের ফাস্ট বোলার আছে। তো এটা আসলে অনেক আত্মবিশ্বাস দেয়, কারণ এশিয়ার কন্ডিশনে থেকেও তারা অনেক ফাস্ট বোলার পাচ্ছে। এক্ষেত্রে ওদের দেশের কন্ডিশনটাও একটা ফ্যাক্টর। আশা করি, ওদের মতো আমাদের দেশেও আরও ফাস্ট বোলার আসবে। '

এই তরুণ পেসার আরও বলেন, 'কোনো সন্দেহ নেই যে, টি-টোয়েন্টিতে পাকিস্তান বিশ্বের অন্যতম শীর্ষ একটা দল। বিশ্বকাপে তারা দারুণ খেলেছ, যদিও দূর্ভাগ্যক্রমে সেমিফাইনালে হেরে গেল। তাদের সবগুলো ডিপার্টমেন্টই ভালো করছে। তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে হলে আমাদেরও সব ডিপার্টমেন্ট ভালো করতে হবে এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি যে, অবশ্যই ভালো কিছু উপহার দিতে পারব আমরা দেশকে। সেটা অবশ্যই সহজ হবে না। তবে আমরা আশাবাদী। '

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।