দীর্ঘ প্রায় ২০ মাস পর স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেলেন সমর্থকরা। আর এই সুযোগ যেন লুফে নিলেন মাঠে ‘প্রাণ’ খ্যাত দর্শকরা।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেমেছে বাংলাদেশ। এই সিরিজে গ্যালারিতে ৫০ শতাংশ দর্শকের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে করোনা ভাইরাসের ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাচ্ছেন সনদ দেখানো সাপেক্ষে। টিকিট দেওয়া হচ্ছে মোট ৫ ক্যাটাগরিতে। যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা।
এদিন মাঠে এসে দর্শকরা গ্যালারিতে মাতিয়েছে। টাইগার ধ্বনিতে মুখরিত করে রেখেছেন পুরো মাঠ। যদিও প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১২৭ রানে থামে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এমএমএস