ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়েফেরত আরেক নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
জিম্বাবুয়েফেরত আরেক নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত

জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে ফেরা নারী ক্রিকেট দলের আরও এক সদস্য করোনা পজিটিভ হয়েছেন। তবে তিনি ওমিক্রনে নয়, আক্রান্ত হয়েছেন ডেলটা ধরনে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জিম্বাবুয়েফেরত জাতীয় দলের দুই নারী ক্রিকেটার করোনা পজিটিভ হন। তারা দুজনেই নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। তাদের আজ মঙ্গলবার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান। তিনি জানান, শুধু অবজারভেশনে রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে।  

জিম্বাবুয়েতে ওমিক্রন ছড়িয়ে পড়ায় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব মাঝপথেই বাতিল হয়ে যায়। আর তাতে ভাগ্য খুলে যায় বাংলাদেশের। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় টাইগ্রেসরা।  

আরি পড়ুন- ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার হাসপাতালে ভর্তি

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।