চট্টগ্রাম: দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের টেস্ট না খেলা নিয়ে গুঞ্জন চলছে ক্রিকেট পাড়ায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইচ্ছে সাকিব খেলুক ওই সফরে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সাকিব ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, সাকিব এখন আপিএলে যেহেতু যাচ্ছে না, সিনারিও বদলেছে। সে বলেছে এই সিরিজ শেষে বোর্ড প্রেসিডেন্টের (নাজমুল হাসান পাপন) সঙ্গে বসবেন। পরে সে তার পরিকল্পনা জানাবে। '
শুধু কি দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে প্ল্যান কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজ না, ওভার অল বেসিক্যালি আমরা তার কাছে এক বছরের প্ল্যান চাইবো। '
তিনি বলেন, ‘গণমাধ্যম সংবাদ পরিবেশন করেছে যে, সাকিব টেস্ট ম্যাচ খেলতে চাচ্ছে না। আবার আমরা জানি সে টেস্ট ম্যাচ খেলতে চায়। সে কতগুলো টেস্ট ম্যাচ খেলবে, প্ল্যান টা কি? সেটা আমরা জানতে চাচ্ছি। সেটা ক্লিয়ার করুক আমাদের কাছে। এই ওয়ানডে সিরিজের পর আমরা জানতে পারব। '
গত বছর বিসিবি থেকে আলাদা করে দেওয়া হয়েছে- কে কোন ফরম্যাটে ইন্টারেস্ট আছে, এরপরও এই সমস্যা কেন- এ প্রশ্নে জালাল ইউনুসের ব্যাখ্যা, ‘এমনও হতে পারে, তার সমস্যা থাকতে পারে। যদি কেউ মনে করে এই ফরম্যাটটা আমি খেলতে চাচ্ছি কিন্তু কিছু ম্যাচ হয়তো মিস হবে। সবাই ম্যাচ খেলবে কিনা এমন বাইন্ডিংস এর কথা বলা যাবে না। তবে কেউ হয়তো বলতে পারে যে, টেস্ট এতগুলো আছে, আমি এর মধ্যে এতগুলা খেলতে চাই। সেভাবে আমরা তাকে কন্সিডার করবো। '
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এমআর/টিসি/এমএমএস