ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কার্নিশে ৩ দিন আটকা বিড়াল, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
কার্নিশে ৩ দিন আটকা বিড়াল, উদ্ধার করলো ফায়ার সার্ভিস ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি ভবনের তিনতলার কার্নিশে ৩ দিন আটকে ছিল একটি বিড়াল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে বিড়ালটিকে উদ্ধার করেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকের এক নম্বর রোডের মাহফুজা ভবন থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়।  

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বাংলানিউজকে বলেন, কুতুব উদ্দিন নামে এক ব্যক্তি অফিসে ফোন দিয়ে জানান তাদের পাশের ভবনের তিনতলার জানালার কার্নিশে একটি বিড়াল আটকা পড়েছে।

সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পাটের বস্তার সহায়তায় বিড়ালটি উদ্ধার করি।

চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, আমরা তিনদিন ধরে মাহফুজা ভবনের তিনতলার কার্নিশে বিড়ালটিকে আটকে থাকতে দেখি। আমি দুইদিন খাবার দিয়েছি। এরপর সকালে আমার ভাগিনা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বিড়ালটিকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।