ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে শুরু হলো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
চবিতে শুরু হলো আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: 'যুক্তিতর্কের মাধ্যমেই হোক তরুণের বৌদ্ধিক উন্নয়ন' প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জননেত্রী শেখ হাসিনা হল বির্তক ধারা'র আয়োজনে শুরু হয়েছে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় চবির কলা ও মানববিদ্যা অনুষদের আব্দুল করিম ভবনে শুরু হয় প্রতিযোগিতার প্রথম পর্ব।

চবির ছয়টি হলের মোট আটটি দল অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়।  

অংশগ্রহণকারী দলগুলো হলো- জননেত্রী শেখ হাসিনা হল, প্রীতিলতা হল, শামসুন্নাহার হল, এএফ রহমান হল-ক, এএফরহমান হল-খ, আলাওল হল, সোহরাওয়ার্দী হল-১, সোহরাওয়ার্দী হল-২।

প্রথম পর্বে এ প্রতিযোগিতায় গ্রুপ পর্ব ও সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপদেষ্টা হিসেবে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরজু আহম্মেদ। অরগানাইজার ছিলেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিয়া মোস্তফা ও মেহেরুন্নেছা খানম।

আরজু আহম্মেদ বলেন, মেয়েদের হল থেকে এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করবে।

তাসমিয়া মোস্তফা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল করে তুলবে আশাকরব। আমরা প্রতিবছরই এ ধারা চালু অব্যহত রাখতে চাই।

রোববার (২৯ জানুয়ারি) আয়োজিত হবে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। শেখ হাসিনা হলের প্রভোস্ট একেএম রেজাউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।