চট্টগ্রাম: সাতকানিয়ায় মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) উপজেলার চরতি ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন (২২) ও সাতকানিয়ার চরতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর ব্রাহ্মণডেঙ্গা এলাকার সফর মুল্লুকের ছেলে মো. আজিজ (৫৫)।
পুলিশ জানায়, চরতির তুলাতলী বাজার এলাকায় ৪ এপ্রিল রাতে মানসিক প্রতিবন্ধীর ঘর থেকে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেলোয়ার নামের এক যুবককে আটক করেন।
অপরদিকে ১ এপ্রিল বাক-প্রতিবন্ধী এক নারীকে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে আজিজ নামের এক ব্যক্তি। স্থানীয়ভাবে ঘটনা ধামাচাপা দিতে চাইলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, ধর্ষণ ও ধর্ষণচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
এমআই/টিসি