ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগ নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
যুবলীগ নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম: নগরে যুবলীগ নেতা নুরুল মোস্তফা মানিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  

শনিবার (২৮ জানুয়ারি) এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়।

 

শীতবস্ত্র বিতরণের বিষয়ে জানতে চাইলে নুরুল মোস্তফা মানিক জানান, আমাদের মানবিক যুবলীগ এর প্রবক্তা শেখ ফজলে শামস পরশ মহোদয়ের নির্দেশনাক্রমে উৎসাহিত হয়ে শীতার্তদের মাঝে যথাসাধ্য শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ এর নেতা মাহবুব রহমান রুহেল এই কার্যক্রমে বেশ উৎসাহ দিচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জামাল উদ্দিন দুখু, মো. রিয়াজ উদ্দিন, আনোয়ারুল ইসলাম মোর্শেদ, আবু নোমান, ইব্রাহিম খলিল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল, ওবায়েদ উল্যাহ, জেলা ছাত্রলীগ নেতা জুয়েল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এমআর/টিসি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।