ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাইন্যাছোলা-মানিকপুর স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, সেপ্টেম্বর ১৪, ২০২৫
বাইন্যাছোলা-মানিকপুর স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা ...

চট্টগ্রাম: ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৫ এর ৩ জন শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন করেছেন এবং ২ জন শিক্ষার্থী অনুর্ধ-১৪ ফুটবলে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ লাভ করেছেন।

এই সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীছড়ি সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল তাজুল ইসলাম।

এছাড়াও অন্যান্য সেনা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রশিদ উদ্দিন চৌধুরী কাতেব এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সেনাবাহিনীর ধারাবাহিক সহযোগিতা এবং স্থানীয়দের আন্তরিক প্রচেষ্টায় প্রত্যন্ত অঞ্চলের এই বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। শিক্ষার্থীদের এই অর্জন কেবল বিদ্যালয়ের গৌরবই নয়, বরং সমগ্র ফটিকছড়ির জন্য এক বড় সম্মান।

শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং অতিথিরা।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।