ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
বাঁশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ...

চট্টগ্রাম: বাঁশখালীর কালীপুর রামদাশ মুন্সিরহাট সড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

নিহত আবু বকর (১৭) সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আলীনগর এলাকার আবু ছিদ্দিকের ছেলে।

সে দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবু বকর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রামদাশ মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির এসআই মোস্তফা কামাল বলেন, ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।