ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গ্লোরি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
গ্লোরি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানাধীন শতাব্দী হাউজিং এলাকায় মেয়াদবিহীন বেকারি পণ্য মজুদ, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ও কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় গ্লোরি ফুডস অ্যান্ড বেভারেজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ।  

তিনি জানান, একই অভিযানে বাংলাবাজার এলাকায় ফুটপাত ও নালার জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এই সময় ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির করে ব্যবসা পরিচালনার অপরাধে দুইজনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।