ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এপিকের চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে শামসুল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, সেপ্টেম্বর ২, ২০২৫
এপিকের চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে শামসুল 

চট্টগ্রাম: এপিক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লোকমান হোসেনকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নগরের মেট্রোপলিটন হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক খোঁজখবর নেন তিনি।

 

এ সময় তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নেতা আবদুস সোবহানকেও দেখতে যান। তাদের পাশে কিছুক্ষণ সময় কাটান।

তিনি তাদের চিকিৎসকদের সাথে কথা বলেন। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের অনুরোধ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ, সেক্রেটারি আবু তালেব চৌধুরী, ডা. ইরফান চৌধুরী, জামায়াত নেতা অধ্যাপক শওকত ওসমান চৌধুরী, আবদুল মতিন প্রমুখ।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।