ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আমরা বলেছি ম্যারাথন হবে, তাই এটা হয়েছে: চবি উপাচার্য 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
আমরা বলেছি ম্যারাথন হবে, তাই এটা হয়েছে: চবি উপাচার্য 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: রান বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) 'সেইলর চট্টগ্রাম ২৫ কিলোমিটার রান ২০২৩' শেষ হয়েছে। তবে এ ম্যারাথন স্থগিতের বিষয়ে গতকাল (২৩ ফেব্রুয়ারি) আদালতের নিষেধাজ্ঞার গুঞ্জন শোনা গেলেও তা উপেক্ষা করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু হয় এ ম্যারাথন। প্রতিযোগিরা পুরো ক্যাম্পাস তিনবার প্রদক্ষিণ করে ২৫ কিলোমিটার পাড়ি দেন।

ম্যারাথন শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, চাকসুর সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী।  

অধ্যাপক ড. শিরীণ আখ্তার বলেন, রান বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন একটি ইভেন্ট হওয়ায় আমরা খুবই আনন্দিত৷ তেইশশো একরের এ সবুজ ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিযোগিদের জানাই অভিনন্দন। বারবার এমন আয়োজন হোক আমি এটাই প্রত্যাশা করবো। আমরা এ আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতা করেছি। যেহেতু আমরা বলেছি ম্যারাথন হবে, তাই এটা হয়েছে। যদিও এটা বন্ধ করার চেষ্টা হয়েছিল।

প্রতিযোগিতায় ৫, ১০ এবং ২৫ কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়েছেন বাংলাদেশসহ ১২টি দেশের মোট ৬৫০ জন। অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, রাশিয়া এবং যুক্তরাজ্যের (ওয়েলস)।  

ম্যারাথনে টাইটেল স্পন্সর ছিলো সেইলর। এছাড়া ডানো, ফ্রেশ, আমা কফি, হালদা ভ্যালি কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিলো। মেডিক্যাল পার্টনার ছিলো মেডিসিন ক্লাব। ভলেন্টিয়ার সহযোগী হিসেবে ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিং, রানার্স এবং এডভেঞ্চার ক্লাব। ইভেন্টের সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মিডিয়া পার্টনার  ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

এর আগে চবিতে ম্যারাথন আয়োজন স্থগিত চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম ফজলুল হক রাসেল বাদী হয়ে আদালতে আবেদন করেন। পরে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হাটহাজারী সহকারী জজ মুজিবুর রহমানের আদালত ম্যারাথন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।