ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড টাইম কেন নাই'

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
‘বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড টাইম কেন নাই' ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড টাইম কেন নাই, শেখ হাসিনার বাংলায় সেকেন্ড টাইমের সুযোগ চাই’, ‘শিক্ষা কোনো ভিক্ষা নয়’ স্লোগান দেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী দীপন বৈদ্য বলেন, আমরা অনেকদিন ধরে আন্দোলন করে আসছি।

কিন্তু প্রশাসন আমাদের দাবিতে কর্ণপাত করছে না। মেডিক্যাল কলেজে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, জাহাঙ্গীরনগরে আছে, কিন্তু ঢাবি আর চবিতে নেই। এটা হতে পারে না। পরীক্ষায় অংশ নেওয়া একজন শিক্ষার্থীর অধিকার। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।  

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, আমরা করোনাকালীন ব্যাচ। করোনায় আমাদের পড়ালেখা অনেক ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়বার পরীক্ষা নিলে অনেক শিক্ষার্থী পড়ার সুযোগ পাবে। সেকেন্ড টাইম পরীক্ষা নিলে মেধাবীরা সুযোগ পাবে। দেশের উপকার হবে। তাছাড়া চবি আর ঢাবি ছাড়া দেশের সব বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে। সবাই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নিতে পারলে চবি কেন পারবে না? 

চবির সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রতিবছরই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভর্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়। তারা যদি মনে করে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হবে, তাহলে এটি সম্ভব। তবে তারা এটি মেনে না নিলে সম্ভব নয়। তাছাড়া বিশ্ববিদ্যালয় চায় তাদের নিজস্ব কোয়ালিটি অনুযায়ী শিক্ষার্থী বাছাই করতে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভেবে দেখবে যে তাদেরকে সুযোগ দেওয়া যাবে কি-না।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।