ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পুকুরে মিলল শিশুসহ দুই জনের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, জুলাই ১৮, ২০২৫
ফটিকছড়িতে পুকুরে মিলল শিশুসহ দুই জনের লাশ প্রতীকী ছবি

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলায় পৃথক ঘটনায় পুকুর থেকে এক শিশুসহ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ এনাম (৫০) নামে একজনের লাশ উদ্ধারের ঘটনায় তার ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে উপজেলার নাজিরহাট পৌরসভার দিঘিরপাড় এলাকায় পুকুর থেকে মোহাম্মদ এনামের লাশ উদ্ধার করা হয়। নিহত এনাম ওই এলাকার দেলাওয়ার হোসেনের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, এনামকে তার ছেলে মোবারক খুন করে পুকুরে ফেলে দিয়েছে। এর আগেও মোবারক একাধিকবার তার বাবাকে মারধর করেছেন। আজও তার কথাবার্তায় সন্দেহজনক আচরণ ছিল। পরে স্থানীয়রা মোবারককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, এলাকাবাসীর সহায়তায় এনামের ছেলে মোবারককে আটক করা হয়েছে। নিহতের স্ত্রী, কন্যা এবং শ্যালককেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে উপজেলার দক্ষিণ পাইন্দং এলাকায় সকালে পুকুরে ডুবে মারা গেছে ২০ মাস বয়সী শিশু আরহাম। সে ওই এলাকার মো. ফোরকান উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাকে না পেয়ে খোঁজ শুরু করে স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটির লাশ ভেসে উঠলে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরহামকে মৃত ঘোষণা করেন।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।