চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বৃদ্ধ অসুস্থ পিতাকে বসতভিটা থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের অভিযোগে ছেলে সাইনুর ইসলাম চৌধুরী সুফলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নানের আদালতে এ মামলা করেন ভুক্তভোগী মীরসরাই উপজেলার মধ্য মগাদিয়া তিনঘরিয়া টোলা আমির বক্স মিয়া বাড়ির বাসিন্দা মফিজুল ইসলাম চৌধুরী (৭০)।
অভিযুক্ত ছেলে সুফল (৩৭), তিনি ইপিজেডের ইয়ংওয়ান ফ্যাক্টরিতে কর্মরত।
মানবাধিকার আইনজীবী জিয়া হাবিব আহসান বাংলানিউজকে বলেন, বৃদ্ধ অসুস্থ পিতাকে বসতভিটা থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের অভিযোগে ছেলে সাইনুর ইসলাম চৌধুরী সুফলের বিরুদ্ধে আদালতে মামলা আবেদন করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন বেআইনি দাবিতে পিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। একপর্যায়ে ২০১৭ সালে নির্যাতনের কারণে বাদী অনিচ্ছাসত্ত্বেও বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকার ২৪ শতক জমি ছেলের নামে রেজিস্ট্রি দিতে বাধ্য হন। এছাড়া বাদীর কাছ থেকে নেয়া ৫ লাখ টাকা আত্মসাৎ করেন।
সম্প্রতি আসামি ঘরভিটা নিজের নামে রেজিস্ট্রি দিতে চাপ দেয়, নতুবা ২০ লাখ টাকা দিতে হবে বলে হুমকি দেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ জুলাই সকালে বৃদ্ধ পিতার ওপর হামলা চালায় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণে রক্ষা পান বাদী। এ সময় আসামি ভিটেমাটি থেকে উচ্ছেদেরও হুমকি দেয়।
আসামি বৃদ্ধ পিতার ভরণপোষণ না দিয়ে উল্টো নিয়মিত হুমকি-ধমকি দিয়ে আসছে। এতে বাদী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে ছেলে চট্টগ্রাম ইপিজেডে কোরিয়ান প্রতিষ্ঠান ‘ইয়ংওয়ান’-এ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। বিদেশে কর্মরত অবস্থায় বাদী তাঁর কষ্টার্জিত অর্থ ব্যয়ে পুত্রকে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সুযোগ করে দেন।
এমআই/টিসি