ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরের এনসিটিতে যন্ত্রাংশের কনটেইনারে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, অক্টোবর ২, ২০২৫
বন্দরের এনসিটিতে যন্ত্রাংশের কনটেইনারে আগুন বন্দরের এনসিটিতে যন্ত্রাংশের কনটেইনারে আগুন

চট্টগ্রাম: বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) হ্যান্ডওভার এলাকায় আমদানি করা যন্ত্রাংশের একটি কনটেইনারে আগুন লাগলে দ্রুত নেভাতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, গত ১৯ সেপ্টেম্বর এম ইয়োকোহামা জাহাজে সিঙ্গাপুর থেকে কনটেইনারটি বন্দরে আসে। ২৪ সেপ্টেম্বর কনটেইনারটি বন্দর চত্বরে রাখা হয়।

বুধবার রাত ৮টার দিকে কনটেইনারটি থেকে ধোঁয়া বের হতে দেখে বন্দরের ফায়ার সার্ভিসসহ নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, ৪০ ফুট লম্বা কনটেইনারটিতে মোবাইল ফোন, মোটরসাইকেল ও কম্পিউটারের সরঞ্জাম ছিল। মোবাইল ফোনের ব্যাটারিও ছিল। ওভার হিট বা ঘর্ষণজনিত কারণে উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা সংশ্লিষ্টদের।  

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, কনটেইনারটি খালাসের জন্য এখনো বিল অব এন্ট্রি জমা পড়েনি। ধোঁয়া দেখার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কনটেইনারটির সিল কেটে বেশির ভাগ পণ্য বের করা সম্ভব হয়েছে। কিছু কার্টন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসেন কাস্টম হাউসের যুগ্ম কমিশনার এবং বন্দরের টার্মিনাল ম্যানেজার।  

এআর/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।