চট্টগ্রাম: ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে কেকেআরসি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কেকেআরসি ৬ উইকেটে আম্বিয়া স্পোর্টসকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
আম্বিয়া স্পোর্টসের দেওয়া ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভার হাতে রেখে জয় পায় কেকেআরসি।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
কেকেআরসি’র মোহাম্মদ শোয়েব অল রাউন্ড নৈপুণ্যের জন্য ফাইনালের ম্যাচ সেরা নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন কেকেআরসির সাজেদুল আলম রিফাত। ১৭ উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন রিফাত।
এমআর/টিসি