চট্টগ্রাম: ফটিকছড়িতে ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জান্নাতুল আইবি (৫) ও ওয়াসিফা (২) নামের আরও দুই শিশু আহত হয়েছে।
গুরুতর আহত জান্নাতুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ওয়াসিফাকে নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড টিলাপাড়া এলাকায় জগির বাবুর্চির ভাড়া ঘরে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পুকুরপাড়া এলাকার মো. বাদশার ছেলে। বাদশা বিগত এক মাস ধরে ওই ঘরের ভাড়াটিয়া। এছাড়াও আহত জান্নাতুল আইবি প্রতিবেশী মো. আইয়ুবের কন্যা এবং ওয়াসিফা স্থানীয় পেয়ারুল ইসলামের কন্যা। তারা দীর্ঘ এক বছর যাবত জগির বাবুর্চির ঘরে ভাড়াটিয়া হিসেবে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ওই ভাড়া বাড়ির নিচতলায় খেলার সময় শর্ট সার্কিট থেকে সৃষ্ট বিদ্যুৎস্পর্শে তিন শিশু একসাথে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করলেও ইব্রাহিমকে বাঁচানো যায়নি।
স্থানীয় কোরবান সর্দার বলেন, ঘরের সিঁড়ির নিচে বিদ্যুতের তার শর্ট সার্কিট হলে তিন শিশু খেলার সময় বিদ্যুতায়িত হয়। প্রতিবেশীরা দ্রুত তার কেটে ফেলায় দুই শিশুকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছে।
ফটিকছড়ি থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মুজিবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে- সিঁড়ির নিচে খেলার সময় শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।
এসি/টিসি