ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী টানেলে উল্টে গেল দ্রুতগতির বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, অক্টোবর ৪, ২০২৫
কর্ণফুলী টানেলে উল্টে গেল দ্রুতগতির বাস কর্ণফুলী টানেলে উল্টে পড়া যাত্রীবাহী বাস।

চট্টগ্রাম: কর্ণফুলী টানেলে যাত্রীবাহী একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল।

তিনি বলেন, পতেঙ্গা থেকে আনোয়ারা যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসা থাকা কয়েকজন আহত হন। পরে টানেল নিরাপত্তা গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।