ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আধুনিক যুগে ভাষা শিক্ষার অর্থনৈতিক গুরুত্ব রয়েছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
আধুনিক যুগে ভাষা শিক্ষার অর্থনৈতিক গুরুত্ব রয়েছে

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, ভাষা শেখাটা অতীতে শিক্ষা, ভ্রমণ ও সাংস্কৃতিক বিনিময় কাজে লাগলেও বর্তমান আধুনিক যুগে বিদেশি ভাষা শেখার মাঝে আছে অর্থনৈতিক গুরুত্ব। ।

যার যতো বেশি ভাষার উপর জ্ঞান, তার কাজের ক্ষেত্রটাও বড়।

বুধবার (৮ মার্চ) চাইনিজ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেভিড ওয়াং এর সভাপতিত্বে ও মোহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন নগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু ও ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি নাজমুল হাসান রুমি, ক্লাবের ডিরেক্টর মিনহাজ ইসলাম, শুভ দেবনাথ, আরিফ হোসাইন, সাদমান সিদ্দিক, হুরাইরাহ ইসলাম, শাওলী ফাল্গুনী, সানজিদ, নুরুন্নবী, মোহাম্মদ মহিউদ্দিন, নিপুন বিশ্বাস, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মোরশেদ, সারিকা, ফওজিয়া, মো. নাছির, রনি, আফলাতুন কায়সার, মোহাম্মদ নিজাম উদ্দিন জামান, মো. সাইদুর রহমান, রেদুয়ান, মো. আরিফুল ইসলাম, বাসেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।